সদর প্রতিনিধি :
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: লুৎফর রহমান লাভলু।
বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের এক অনুলিপিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নবগ্রাম ইউনিয়ন পরিষদের স্মারক নং ৭২/১-৬ সূত্রমতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় হতে মো: রাকিব হোসেন ফরহাদকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন২০০৯ এর ৩৪(২) ধারা মোতাবেক সাময়িক বরখাস্তকালীন সময়ে চেয়ারম্যান প্যানেল হতে একজন সদস্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।
এরই আলোকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মো: রাকিব হোসেন ফরহাদকে তার চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করার কারনে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন২০০৯ এর ৩৪(২) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্তকালিন সময়ে প্যানেল চেয়ারম্যান মো: লুতফর রহমান লাভলুকে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।