স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে শান্তনু রায় ফাউন্ডেশন এর উদ্দোগ্যে ৪৪তম জন্মদিন উপলক্ষ্যে ২০০জন অসহায় গরিব মানুষদের মাঝে চাল ডাল আলু তেল লবন বিস্কিট বিতরণ করেন।
শান্তু রায় ফাউন্ডেশনের সভাপতি শুকলা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামলীগের সহ সভাপতি তুশার কান্তি তপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. দিপক ঘোষ, ডাক্তার তাপস সরকার।
সঞ্চালনে ছিলেন সুসমিতা সরকার। অতিথিবৃন্দরা বলেন শান্তনুর মতো সন্তান প্রতিটি সমাজে হলে সমাজ অনেকটাই এগিয়ে যেতো। সে ছিলো একজন ভালো খেলয়ার ও ভালো ছাত্র। বেঁচে থাকলে সে অনেক কিছুর হাল ধরতেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি।
এই অনুষ্ঠানটি শান্তনু রায় এর বাসায় অনুষ্ঠিত হয়।
সার্বিক সহযোগীতা করেন প্রজাপ্রতি রায়।