স্টাফ রিপোর্টার:
গাজীপুরে শেখ ফরহাদুল ইসলাম রতন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্টো পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরহাদুল ইসলাম রতন গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার শাহবুদ্দিনের ছেলে।
নিহতের শ্যালক রুবেলের বরাত দিয়ে এসআই বশির আহমেদ জানান, রতন সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকার কাজী শাহাবুদ্দিনের বাড়ি ও দোকানের কেয়ার টেকার হিসেবে কাজ করতেন। ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌঁছলে দুবৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে রতন মারা যান। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এসআই বশির আহমেদ আরো জানান, নিহতের হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতের এবং শরীরের বিভিন্নস্থানে পেটানোর চিহ্ন রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।