মহামারি করোনার সময়ে মাসের পর মাস ঘরের বাইরে যেতে পারছে না শিশুরা। যার প্রভাব পড়ছে তাদের মনে ও আচরণে।
শান্ত অনেক শিশুও হয়ে যাচ্ছে আক্রমণাত্বক। কথায় কথায় রেগে যাচ্ছে, এই অবস্থার কারণ ও সম্ভাব্য প্রতিকার সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন-
• শিশু তার সমস্যাগুলো ঠিকমতো বোঝাতে পারছে না
• বাবা ও মার ওপর অতিরিক্ত রাগ অথবা অভিমান
• হতাশা, বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে না পারা
• বাবা ও মায়ের মনোযোগ আকর্ষণের জন্য
• পরিবারের কোন সমস্যা অথবা বাইরের কাউকে মারপিট করতে দেখা; টিভিতে দেখা কোন মারপিটের দৃশ্য বা ভিডিও গেমস ।
প্রতিকার
• শিশুর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা
• তাকে সময় দেওয়া
• বাইরে খেলতে যেতে পারছে না, স্কুলে যাচ্ছে না এজন্য মাঝে মাঝে নিজেরা শিশুকে বাইরে নিয়ে যেতে হবে
• শিশুকে বাইরে নেওয়ার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
• তার সামনে চিৎকার চেচাঁমেচি করে বা রাগ প্রকাশ করা যাবে না
• শিশুকে সৃজনশীল কাজে বেশি ব্যস্ত রাখুন, ছোট বেলা থেকেই। সেটা গল্প শেখা হোক আর বাদ্যযন্ত্র বাজানোই হোক
• শিশুর জন্য ইনডোর গেমসের ব্যবস্থা করতে হবে।