আমার নিউজ ডেক্স:
গত ৬/০৯/২০২০ ইং তারিখে দৈনিক টেলিগ্রাম পত্রিকা,পত্রিকার অনলাইন ও গত ১৫/০৯/২০ তারিখে দৈনিক ইত্তেফাকে “মানিকগঞ্জে গণশিক্ষা প্রকল্পে (পাশা) এনজিওর হরিলুট” এই শিরোনামে দৌলতপুর উপজেলায় গণ শিক্ষা কায্যক্রম নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।
২০০৩ সাল থেকে মানিকগঞ্জ জেলায় শিক্ষা ও শিক্ষা এ্যাডভোকেসি নিয়ে সঠিক ও যথাযথভাবে সুনামের সাথে কাজ করে আসছে পাশা। প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি স্বার্থন্বেসী মহল পাশা এনজিওর কাজে ইর্শ্বানিত হয়ে প্রতিবেদককে ভুল তথ্য পরিবেশন করে সংবাদটি করিয়েছে।
আমি উক্ত সংবাদদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মোহাম্মদ ফরিদ খান, নির্বাহী পরিচালক, পিপলস এ্যাডভান্সমেন্ট সোশ্যাল এসোসিয়েশন সংস্থা (পাসা) , মানিকগঞ্জ।