স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক হোটেল মালিক ও এক হোমিও চিকিৎসককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদের এ জরিমানা করেন।
মো. বিল্লাল হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় করায় ভাই ভাই হোটেলের মালিক মো. হোসেনকে ২০ হাজার টাকা এবং ওষুধের লেবেল পরিবর্তনের অপরাধে খান হোমিও হলের মালিক বিল্লাল খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে হরিরামপুর থানা পুলিশ।