করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে যুক্তরাজ্যে। প্রতিদিন ৪ হাজারের ওপরে আক্রান্ত হচ্ছে। এমন সময় করোনার সংক্রমণ রুখতে কড়াকড়ি আইন পাস করেছে ইংল্যান্ড। সেখানে কেউ আইসোলেশন অমান্য করলে ১৩ হাজার ডলার তথা ১১ লাখ টাকা জরিমানা করা হবে। খবর আল জাজিরার।
২৮ সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর থেকে যদি কেউ করোনা পজিটিভ হয় তাহলে তাকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকতে হবে। যদি তিনি আইসোলেশনে না থাকেন তাহলে ১১ লাখ টাকা জরিমানা করা হবে।
করোনার দ্বিতীয় দফা সংক্রমণ যেন জেকে না বসে সে কারণেই এমন কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ২৫৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪১ হাজার ৭৭৭ জন।