স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মো. বাবুল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়।
নাঈমুর রহমান দুর্জয় বলেন, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এই সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ও উন্নত দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। সাংগঠনিক কাঠামো আরো মজবুত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন সাংসদ দুর্জয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান বাবলু, ঘিওর উপজেলা আ.লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, শিবালয় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, সদস্য মনিরুল ইসলাম খান মনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ মাহবুবুর আব্বাস আকাশসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মী।