স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ১৩৪ বস্তা চাউলসহ (৮ টন) তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার করতোয়া ব্রিজ এলাকা থেকে চালসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) আসাদুল।
আটকরা হলেন— উল্লাপাড়া উপজেলার ট্রাক মালিক মো. রবিউল (৪৫), ড্রাইভার মো. রুবেল হোসেন (৩০) ও হেলপাড় মো. আলম।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) আসাদুল জানান, সকালে শাহজাদপুর থানারঘাট করতোয়া ব্রিজ এলাকায় চাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ১৩৪ বস্তা চাউলসহ তিনজনকে আটক করে থানায় আনা হয়।
আটকরা জানান, এ চাউল তারা কৈজুরী ইউনিয়নের কোনো এক চাউল বিক্রেতার কাছ থেকে কিনেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, কৈজুরী ইউনিয়নের ১০ টাকা কেজি চাউলের ডিলারদের স্টক যাচাই-বাছাই করে অনিয়মের কোনো সত্যতা পাননি। তবে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।