স্টাফ রিপোর্টার:
আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছে সদর উপজেলা আওয়ামীলীগ। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন।
এ সময় জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুল ইসলাম মফেল, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সরল মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খলিলুর রহমান, গড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সুশীল কুমার সাহা, ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা,বেতিলা মিতরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেওয়ান শাহ্জালাল সুজনসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেত্বৃবৃন্দ উপস্থিত ছিলেন।