স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার বাবা দিনমজুর মজিবুর রহমান পলাতক।
রোববার (৪ অক্টোবর) সকালে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কামারআলগী গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মজিবুর রহমানের চার ছেলে-মেয়ে। এর মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। সাইফুল সবার বড়। তিনি সব সময় বাড়িতেই পরিবারের সঙ্গে বসবাস করতেন। শনিবার রাতে তাদের মা ছেলে-মেয়েদের খাবার ও ওষুধ খাইয়ে ঘুম পাড়ান। পরে সকালে ঘরে গলা কাটা অবস্থায় বড় ছেলে সাইফুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, শনিবার রাতের কোনো এক সময় সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর থেকে তার বাবা পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, মজিবুর রহমানই ছেলেকে গলা কেটে তাকে হত্যা করে পালিয়েছেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।