স্টাফ রিপোর্টার:
রাজধানীর লালমাটিয়ায় একটি বাসার ছাদ থেকে পড়ে রোকেয়া (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) সকালে ছাদে কাপড় শুকাতে গিয়ে তিনি পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘রোকেয়া দেড় বছর ধরে আমাদের বাসায় কাজ করতো। সকালে ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। রোকেয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।