হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার শাকিল আহমেদ ও হারুন মিয়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন তাদের জবানবন্দি রেকর্ড করেন বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম।
ওসি চম্পক ধাম জানিয়েছেন, আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভিকটিম মা-মেয়ের বক্তব্য রেকর্ড করেন বিচারক। এরপর দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত দুই আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
ওসি আরও জানান, আদালতে মা এবং মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন আসামিরা। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। জবানবন্দির পর আসামিদের কারাগারে পাঠানো হয়। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলেও জানিয়েছেন তিনি।
নির্যাতনের শিকার মা ও মেয়ে চুনারুঘাট উপজেলার বাসিন্দা। মামলায় অভিযোগ করা হয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে পূর্বপরিচিত একজনসহ কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে ডাকাডাকি করেন। এক পর্যায়ে ঘরে ঢুকে দুই যুবক মেয়েকে এবং আরেক যুবক মাকে ধর্ষণ করেন।
পরদিন নির্যাতনের শিকার মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। এরপর উপজেলার জিকধরছড়া এলাকার শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই এলাকার রেজাক মিয়ার ছেলে হারুন মিয়াকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।