1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জ পৌরসভার ২৭টি মন্দির পরিচালনা কমিটির সাথে মেয়র প্রার্থী আপেলের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৭৬৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :
“ধর্ম যার যার, উৎসব সবার” সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর লক্ষ্যে মানিকগঞ্জ পৌরসভার ২৭টি মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল।

 

মঙ্গলবার বিকালে শিববাড়ী এলাকার নিজ বাসবভনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুমার সাহার সভাপতিত্বে জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য লক্ষী চ্যাটার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুকুমার পাল নিমাই, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাড: অসীম কুমার বিশ্বাস, মানিকগঞ্জ ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বশির রেজা, পৌর আওয়ামীলীগে সহ সভাপতি ও বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অর্নিবান কুমার পাল, সাংগঠনিক সম্পাদক বাসুদেব গোস্বামী, জেলা হিন্দু বৌদ্ধা খিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর আশুতোষ সাহা,লক্ষী মন্টপ মন্দির কমিটির সভাপতি কালিপ্রদ ঘোষ, কালিখোলা মন্দির কমিটির সহ সভাপতি গুরুদাস রায়, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও গঙ্গধরপট্টি মন্দির কমিটির সম্বনয়ক কাশীনাথ সরকার, শিববাড়ী মন্দির কমিটির সহ সভাপতি বাবু সন্তোষ কুমার সাহা (কালু), বেউথা ঘাট মন্দির কমিটির আহবায়ক ও পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: দিলীপ কুমার রাজবংশী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন রাজবংশী প্রমুখ।

এসময় অনুষ্ঠানের আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল বলেন, অবহেলিত, অউন্নত,দূর্নীতিগ্রস্ত মানিকগঞ্জ পৌরসভাকে দূর্নীতিমুক্ত করে ডিজিটাল পৗরসভায় রুপান্তর করতে একটি বার মেয়র পদে সুযোগ চান তিনি।

সভায় বক্তারা বলেন, বিগত সময়ে যারা পৌরসভার মেয়র ছিলেন তার পৌরসভার দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেননি। তারা শুধু নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। গত নির্বাচনে অযোগ্য ব্যক্তিকে নৌকা প্রতীক দেওয়ার কারনে নৌর প্রার্থী তৃতীয় স্থান করেছে। অতীতের নির্বাচনের ফলাফল বিবেচনা করে এবার পৌরসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপেল ভাইকে নৌকা প্রতীক দিলে সকল হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী শারদীয় দুর্গোৎসবে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পূজা করার আহবান জানান।

এসময় জেলা আওয়ামীলীগ নেতা সুলতানুল আজম খান আপেলের নিজস্ব অর্থায়ন থেকে পৌর এলাকার ২৭ মন্দির কমিটির প্রত্যেক প্রতিনিধির হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury