স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ৩টি উপজেলায় নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৫৫১ জনে।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ১৫ ও ১৬ অক্টোবর ৭২ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সোমবার এ সকল নমুনার প্রাপ্ত ফলে নতুন করে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৩ জন, ঘিওর ও শিবালয় উপজেলায় ২ জন করে রোগী রয়েছেন।
জেলায় ১ হাজার ৫৫১ জন রোগীর মধ্যে ১ হাজার ৪৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘন্টায় ৭টি উপজেলা থেকে ৫৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে সাভার প্রাণি সম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) পাঠানো হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন রোগীর মৃত্যু হয়েছে।