স্টাফ রিপোর্টার :
“মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক(যুগ্ম সচিব) ফৌজিয়া খান এর সভাপতিত্বে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আকন্দ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, পৗর মেয়র গাজী কামরুল হুদা সেলিম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: গাউস-উল-হাসান মারুফ, মানিকগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক মোবারক হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, বিআরটিএ এর মটরযান পরিদর্শক মাহাবুব কামাল, পরিদর্শক আব্দুর রাজ্জাকসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ছাড়াও যানবাহন মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, সরকারের একার পক্ষে নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সম্ভব না। সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সচেতনতাই পারে যে কোন দুর্ঘটনা থেকে মুক্তি।