স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষাবিষয়ক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টি বীরমুক্তিযোদ্ধা শ্রীমতি রেখা রানী গুন সভাপতিত্বে আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক সনজিৎ কুমার সাহা, শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রীশংকর লাল ঘোষ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জেলার ৫২টি পূজা মন্টপে এক লাখ আশি হাজার টাকার চেক বিতরণ করেন।