স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা যুবদলের প্রয়াত সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকুর প্রথম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। আজ (৩ নভেম্বর) বাদ আছর মরহুমের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করে টুকু স্মৃতি পরিষদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, মাকসুদুর রহমান মুকুল, আব্দুল কুদ্দুস খান মজলিশ খান মাখন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক তোজা, জেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, সাবেক সাধারণ সম্পাদক এস এম এম ইকবাল হোসেন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মো: রফি (অপু), সাবেক সহ সভাপতি জিয়াউদ্দিন আহাম্মেদ কবির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি রিয়াজ মাহমুদ হারেজ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক আনিসুর রহমান ফরহাদ, পৌর যুবদলের আহবায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক নুরশাদ উল ইসলাম জ্যাকিসহ জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গত বছরের এই দিনে রাজনৈতিক কারণে দায়েরকৃত মিথ্যা মামলার আগাম জামিন আনতে হাইকোর্টে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কাজী রায়হান উদ্দিন টুকু। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন।১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন।এছাড়া তিনি মানিকগঞ্জের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠন- বন্ধু একাদশের সিনিয়র সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।