স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় এলাকাবাসীর আয়োজনে নির্বাচণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ। সভায় সভাপতিত্বে করেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক খান মজলিশ (তপা)। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শামীম হোসেন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লুৎফর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীরমুক্তিযোদ্ধা মো: আজাহার হোসেন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী মুশফিকুর রহমান নবীন, সহধর্মিণী বিপু রহমান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মো: শাহীনুর রহমান খান শাহীন, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের িকেন্দ্রীয় মহিলা কমিটির সভাপতি শুভ্রা খান মজলিশ, জেলা শুভযাত্রা মালিক সমিতির সভাপতি খোকন, পৌর আওয়ামীলীগের সভাপতি মাহিদুল ইসলাম মাহিদ, দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, আমিন ভান্ডারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, অবহেলিত ১নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছি। এলাকার রাস্তাঘাট, ব্রীজ খালপাট ও যুবসমাকে মাদকমুক্ত করতে কাজ করে যাব। আমি আপনাদের কাছে একটি বার সুযোগ চাই। নির্বাচিত হলে এলাকার মানুষকে সাথে নিয়ে কাজ করে যাব।