স্টাফ রিপোর্টার :
অনুন্নত অবহেলিত মানিকগঞ্জ পৌরসভার জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। অবহেলিত মানুষগুলোর ভাগ্যন্নয়নে কাজ করে তাদের সেবক হতে চাই।
বুধবার মানিকগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চর হিজুলী এলাকায় গনসংযোগকালে এসব কথা বলেন আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল।
তিনি আরো বলেন, ইতিপূর্বে যারা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা কেউই জনগনের ভাগ্য উন্নয়নের কাজ করেনি। তারা শুধু নিজেদের উন্নয়নে কাজ করেছে। আমি মেয়র হতে পারলে আপনাদের কাছে ওয়াদা করছি, আমি নিজে সৎ থাকবো এবং পৌরসভার প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে সৎভাবে কাজ করাব। গরীব দুখী মেহনতি মানুষের উন্নয়নে কাজ করে মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করবো।
এসময় জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারন সম্পাদক শিরিন আক্তার মুক্তা,পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য আছিবুল ইসলাম ত্রোয়সহ স্থানীয় গর্ণমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।