স্টাফ রিপোর্টার:
ড্রেজিং এর বালুর গর্তে পরে মানিকগঞ্জের সাটুরিয়ায় ইমা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার কামতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমা ওই গ্রামের হোটেল ব্যবসায়ী ইয়াদ আলীর মেয়ে। সে উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
শিশুটির প্রতিবেশী ফারুক হোসেন জানান, ইমাদের বাড়ির পাশেই ড্রেজিং দিয়ে বালু উত্তোলনের ফলে গর্তের সৃষ্টি হয়েছে। খেলতে গিয়ে ইমা ও একই এলাকার দুই শিশু ওই গর্তের পানিতে পরে যায়। দুই শিশুকে উদ্ধার করা হলেও ইমাকে জীবিত উদ্ধার করা যায়নি।
সংবাদ পেয়ে ঘটনা স্থল সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ও সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা মো. মতিয়ার রহমান মিঞা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।