শিবালয়ের বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৫৪) বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃতুকালে তিনি স্ত্রী, দু’কন্যা, এক পুত্র সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার অক্সফোর্ড একাডেমী মাঠে তাঁর নামাজে জানাযা শেষে স্থানীয় বোয়ালী কবর স্থানে দাফন করা হয়েছে। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় আরিচা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তার জানাযায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এ্যাড: জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় প্রেসক্লাবের সভাপতি বাবুল আক্তার মঞ্জু, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাস, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া, তিনি শিবালয় উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, অন্যতম ক্রীড়া সংগঠক মোহামেডান ইয়ুথ ক্লাব ও জাতীয়তাবাদী যুবদল উপজেলা কমিটি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর অকাল মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।