স্টাফ রিপোর্টার:
ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে এ প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জে সাটুরিয়ায় জাতীয় সমাজ সেবা দিবস ২০২১ পালিত হয়েছে।
শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় ইউএনও আশারাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাসার, ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তামিম খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধি হানিফ আলিসহ আরও অনেকে।
আলোচনা সভায় সমাজসেবা অফিস থেকে বিভিন্ন ভাতাভোগীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করেন।