করোনাভাইরাস মহামারী ঠেকাতে আরো ২০ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে যাচ্ছে বাইডেন প্রশাসন।
প্রশাসনের এক উর্ধতন কর্মকর্তা মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
গত সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া জো বাইডেন আসলে দেশটিতে ক্রমবর্ধমান মৃতের সংখ্যার সাথে দ্রুতবৃদ্ধির এই করোনাভাইরাসের সাথে একধরনের দৌড় প্রতিযোগিতার ভেতরদিয়ে যাচ্ছেন।
এদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে যে প্রতি সপ্তাহে ১ কোটি করে পরবর্তি তিন সপ্তাহ পর্যন্ত করোনার টিকা প্রয়োগ চালিয়ে যাবার পরিকল্পনা নিয়েছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় চার লাখ ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। অথচ গতবছর ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাবের প্রথম দিকে ট্রাম্প বলেছিলেন, ‘এটি হারিয়ে যাবে। এক দিন এটি অলৌকিকভাবে হারিয়ে যাবে।’