চার বছরেরও বেশি সময় পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দিলো মিশর। শনিবার মাহমুদ হুসেইন কারাগার থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
২০১৬ সালের ডিসেম্বরে ২৩ আটক করা হয় সাংবাদিক হুসেইনকে। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এক দিন পর পুনরায় তাকে আটক করা হয়।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘দেশের সুনাম নষ্ট করতে ভুয়া সংবাদ ও বিদেশি রাষ্ট্রের কাছ থেকে অর্থ নিয়েছিলেন’ হুসেইন।
তবে এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অপরাধের চার্জই গঠন করা হয়নি। চার বছরের বেশি সময় তাকে বিনাবিচারে আটক রাখা হয়।
এক বিবৃতিতে আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোয়াগ বলেছেন, হুসেইনের মুক্তি ‘একটি সত্যের মুহূর্ত এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।