1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

সবাইকে টিকা নেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে করোনা ভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের সবাইকে দ্রুততম সময়ে কোভিড ১৯ টিকার নিবন্ধনের আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড সেন্টার থেকে টিকা নেওয়ার পর ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।

তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সব উপযুক্ত ব্যক্তিকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।  দ্রুততম সময়ে ও যথাযথভাবে টিকাদান কর্মসূচি হাতে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও কৃতজ্ঞতা জানান তিনি।

ইউজিসি চেয়ারম্যানের পর করোনাভাইরাসের টিকা নেন কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ও কমিশনের পরিচালকরা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury