ভারতে করোনায় সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত তিন মাসের মধ্যে বুধবার দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, বুধবার ভারতে ২৮ হাজার ৯০৩ জনের করোনায় সংক্রমণের তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৩ ডিসেম্বরের পর এটাই সর্বোচ্চ সংক্রমণ। একই দিন করোনায় ১৮৮ জন মারা গেছে। গত দুই মাসের মধ্যে এটাই করোনায় মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এই নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৪৪ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের প্রায় ৬২ শতাংশ এবং মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ ঘটনা ঘটেছে পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে। এই মুহূর্তে এই রাজ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি।
সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।