1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

ভারতে ৭ দিনে করোনায় আক্রান্ত ২৬ লাখের বেশি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

ভারতে গত সাত দিনে ২৬ লাখের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২৩ হাজার ৮০০ জন।

এই সময়ে প্রতিদিনই ৩ লাখের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছে। রোববার (২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। যা শনিবার তুলনায় প্রায় ১০ হাজার কম। ওই সময়ে মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (৩ মে) সকাল পর্যন্ত ভারতে ১ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ১৮ হাজার ৯৪৫ জন।

দেশটিতে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। সাত দিনের হিসাবে গত ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এর আগের সাত দিনে ২২ লাখ ৫ হাজার লোক মহামারি এই ভাইরাসে আক্রান্ত হন। করোনা শনাক্তের পর প্রথম ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি সাত দিনে করোনা শনাক্ত বেশি ছিল। তবে সব রেকর্ড ছাড়িয়েছে গত সাত দিনে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury