স্টাফ রিপোর্টার :
কর্তৃপক্ষ জানিয়েছে,অন্তত ২১ মরদেহগুলো উদ্ধার করেছে অনুসন্ধান এবং উদ্ধারকারী দল ১৫১ জন দৌড়বিদ সম্পূর্ণ নিরাপদে আছেন। আটজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে ১ হাজার ২০০ এর বেশি উদ্ধারকারী অভিযানে নেমেছে। পাহাড়ি অঞ্চলে রাতারাতি তাপমাত্রা হ্রাস পাওয়ায় উদ্ধার অভিযানও কষ্টসাধ্য হয়ে গেছে।
উল্লেখ্য, গানসু প্রদেশে ম্যারাথন গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মঙ্গোলিয়া সীমান্তের প্রদেশটি চীনের অন্যতম দরিদ্রপীড়িত এলাকা। এর উত্তরে মঙ্গোলিয়ার সঙ্গে এবং পশ্চিমে জিনজিয়াং প্রদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। এই প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মতো ঘটনাও ঘটেছে। ২০২০ সালে ভূমিধসে সেখানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও পরিচিত।