সৌদি আরবে কর্মী পাঠানো বন্ধ করে দিয়েছে ফিলিপিন্স। সৌদিতে পৌঁছানোর পর নিয়োগকর্তা করোনা শনাক্ত পরীক্ষা, কোয়ারেন্টাইন ও বীমার জন্য কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ আসার পর এই সিদ্ধান্ত নিয়েছে ম্যানিলা।
শ্রমমন্ত্রী সিলভস্টার বেল্লো বৃহস্পতিবার জানিয়েছেন, ‘এই বিষয়টি পদ্ধতিগতভাবে স্পষ্ট করার পর’ পুনরায় শ্রমিক পাঠানোর ব্যাপারে তার দপ্তর আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
নিয়োগ বন্ধের ব্যাপারে সৌদিতে নিয়োজিত ফিলিপাইনের দূতাবাস কোনো মন্তব্য করেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৯ সালে ফিলিপিন্সের কর্মীদের সবচেয়ে পছন্দের গন্তব্য ছিল সৌদি আরব। ওই বছর বিদেশগামী প্রতি পাঁচ জনের মধ্যে এক জন ফিলিপিনোর গন্তব্য ছিল সৌদি। বর্তমানে ১০ লাখের বেশি ফিলিপিনো সৌদিতে কর্মরত আছে, যাদের অধিকাংশই নির্মাণ কিংবা গৃহকর্মী বা নার্স হিসেবে নিয়োজিত। ২০২০ সালে সৌদি আরব থেকে দেশে ১৮০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছিল এসব কর্মী।