1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

ম্যাঁক্রোকে রক্ষার দায়িত্ব যাদের

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেস্ক,

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চড় খেয়েছেন এমন ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল এই মুহুর্তে। কিন্তু প্রেসিডেন্টের আকস্মিক এমন হেনস্থার সময় তাকে রক্ষায় কারা ছিল? এ প্রশ্ন চলে এসেছে সামনে।

মূলত সিকিউরিটি গ্রুপ ফর দ্যা প্রেসিডেন্সি অব দ্যা রিপাবলিক বা জিএসপিআর নামে বিশেষ নিরাপত্তা কর্মীরা ফরাসি প্রেসিডেন্টদের রক্ষার দায়িত্ব পালন করেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ৭৭ জন নারী ও পুরুষের সমন্বয়ের গঠিত এই বিশেষ বাহিনী যেকোনো অনুষ্ঠানে প্রেসিডেন্ট ম্যাঁক্রোর নিরাপত্তায় নিয়োজিত থাকে সর্বদা।

ফরাসি টিভি চ্যানেল বিএফএমের তথ্যমতে, প্রেসিডেন্টের ভ্রমণের আগেই স্কাউট কর্মকর্তারা নির্ধারিত স্থানে চলে যান। এরপর সশস্ত্র কর্মীদের পাঠানো হয় প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য।

মঙ্গলবারের ওই ঘটনার সময় জিএসপিআরের দশজন সদস্য সাথে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সাথে।

এদিকে চড়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে বলে জানিয়েছে ফরাসি টিভি চ্যানেলটি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury