ভারতে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেলো।
বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে শুধু আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
বুধবার (২৩ জুন) সকালে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১ হাজার ৪৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।
ভারতে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯৮ জনের। এছাড়া, দেশটিতে ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৫৪ লাখ ২৪ হাজার ৩৭৪ জনের। এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২৯ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৫১১ জনের।