1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

করোনায় বিশ্বে আরও সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৭০ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেস্ক,

মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে আরও প্রায় সাড়ে ৮ হাজার মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (১ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৬২ হাজার ৭৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৫৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৮২ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৬৩৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৭৩ হাজার ৩৩০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২০ হাজার ২৪৯ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৬৮৮ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৮ হাজার ২৪৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৬৩২ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪ লাখ ১০ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ৩ লাখ ৯৯ হাজার ৪৭৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৮১ হাজার ৫২২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury