1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

উহানের সব বাসিন্দার করোনা শনাক্ত পরীক্ষা করবে চীন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৭৬ বার দেখা হয়েছে

করোনার উৎসস্থল উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবাইকে কোভিড-১৯ শনাক্ত পরীক্ষা করবে চীন। এলাকাটিতে করোনার রোগী শনাক্তের পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এক বছরেরও বেশি সময় পর চলতি সপ্তাহে উহানে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। স্থানীয়ভাবে এরা সংক্রমিত হয়েছিলেন।

চীনে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় সংক্রমণের ঘটনা ঘটেছে সম্প্রতি। গত ১০ দিনে দেশটিতে ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর প্রভাব পড়েছে দেশটির ১৫টি প্রদেশে। এসব অঞ্চলে গণশনাক্ত পরীক্ষা ও লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার চীনে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬১ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এর আগের দিন দেশেটিতে স্থানীয় সংক্রমিতের সংখ্যা ছিল ৫৫।

নতুন সংক্রমণের প্রথম তথ্য রেকর্ড করা হয় নানজিং প্রদেশে। এখানকার বিমানবন্দরের কর্মীদের মধ্যেই প্রথম করোনা শনাক্ত হয়। কর্তৃপক্ষ প্রদেশের ৯২ লাখ বাসিন্দার তিনবার করোনা শনাক্ত পরীক্ষা করেছে। এছাড়া কয়েক লাখ বাসিন্দাকে লকডাউনের আওতায় রাখা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury