এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জের ৬৫টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয় সকাল নয়টায়। শহরেরর জরিনা কলেজ কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, পৌর মেয়র মো: রমজান আলী, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিটি ইউনিয়নে একটা উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিতে আসে। প্রতি ইউনিয়নে প্রতি কেন্দ্রেই আগে থেকেই নির্দিষ্ট করে বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে রাখা হয়। এতে করে সুশৃঙ্খলভাবে তালিকা অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তিরাই টিকা নিচ্ছেন।
জেলায় ৬৫টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় মোট ৪০ হাজার ২০০ জনকে আজ গণটিকার আওতায় আনা হয়েছে বলে সিভিল সার্জন জানান। টিকা কায্যক্রমে আইনশৃংঙখলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্যসহ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করেন।
এদিকে শান্তিপুর্ন পরিবেশে টিকা নিতে পেরে খুশি টিকা নেয়া ব্যক্তিরা।