1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৫ মে ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৬৫.৬৯ শতাংশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন। একই সময়ে ৩০৯টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ।

আজ মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় ও কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে করোনায় চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন।

এ নিয়ে হাসপাতালে গত সাত দিনে করোনা ও উপসর্গে ৫৫ জন মারা গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ৩৩ জন ভর্তি হয়েছেন। আজ সকাল ১০টা পর্যন্ত সেখানে ২৩৬ জন ভর্তি আছেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩০৯টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৪৬ জন, সিংগাইরের ৬১ জন, শিবালয়ের ২৩ জন, দৌলতপুরের তিন জন, ঘিওরের ২১ জন, সাটুরিয়ার ৩৫ জন ও হরিরামপুর উপজেলায় ১৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষায় ছয় হাজার ৬৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৯০ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০৯ জন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury