এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে বিধবা ও দুঃস্থ্য নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
সোমবার দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদের
আয়োজনে জেলা পরিষদের হল রুমে এই সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,জেলা পরিষদের প্রধান নির্বাহী দূর-রে শাহওয়াজ ,সহকারি প্রকৌশলী মোজাম্মেল হক,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এহেতাশাম হোসেন খান ভুনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন,
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামীম হোসেন, জেলা পরিষদের সদস্য েইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, আব্দুল কুদ্দুস, খান মো: আজম, এ্যাড: কহিনুর ইসলাম ছানি, রেশমা আক্তার, নারী সংরক্ষিত সদস্য নাজমা আক্তার, মমতাজ বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলার বিধরা ও দুঃস্থ্য নারীদের মাঝে ৮৯ টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ৩২ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
সেলাই মেশিন পাওয়া নদী আক্তার বলেন, আগে থেকেই সেলাই মেশিনের কাজ পারি। কিন্তু মেশিন না থাকায় কাজ করতে পারি নাই। এখন মেশিন পাইলাম, নিজের জামাকাপড় ও ছেলে মেয়েদের জামা তৈরি করতে পারব। এখন সংসার চালাতে কষ্ট হবে না। ছেলে মেয়েদের নিয়ে সুখে থাকতে পারব।