মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসানের করোনা পজিটিভ।
গত ২৩ই আগষ্ট দৌলতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষা দিলে রিপোর্টে করোনা পজেটিভ হয়।
পরে ডাক্তার তাকে হোম কোয়ারেন্ট্রিতে থাকার পরামর্শ প্রদান করেন।
এবিষয়ে উপজেলা প:প:কর্মকর্তা ডাক্তার বাহাউদ্দিন বলেন ইউএনও স্যারকে হোমকোয়ারেন্ট্রিতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ঔষধ পত্র কি খাবে লিখে দেওয়া হয়েছে আমরা সব সময় খোঁজ খবর নিচ্ছি ইনশাআল্লাহ নিয়ম মেনে চললে সব ঠিক হয়ে যাবে।
তিনি আরো বলেন দৌলতপুরে পর্যাপ্ত টিকা মজুদ আছে তাই সবাইকে হসপিটালে এসে টিকা নেয়ার অনুরোধ করছি।এছাড়া সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া গেলো।তাই সময় মত টিকা নিলেই কেবল সুস্থ্য থাকা সম্ভব।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের সাথে কথা বললে তিনি দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জানান,আমি গত কয়েকদিন যাবত একটু অসুস্থ বোধ করেছিলাম পরে গতকাল স্বাস্থ্য পরিক্ষা শেষে করোনার সেম্পল দিলে কর্তব্যরত ডাক্তার বলেন আপনার করোনা পজিটিভ।
পরে ডাক্তার আমাকে হোম কোয়ারেন্ট্রিতে থাকার পরামর্শ প্রদান করেছেন এবং তাদের নিয়মে ঔষধ সেবন করছি।বর্তমানে আমি ভালো ও সুস্থ্য আছি তাই সবাইকে দোয়া করার অনুরোধ করছি।