পেরুর অপুরিমাক অঞ্চলের কোটাবাম্বাস প্রদেশে একটি তামার খনির কাছে শ্রমিক বহনকারী বাস ডুবে কমপক্ষে ১৫ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
পেরুর অপুরিমাক অঞ্চলের কোটাবাম্বাস প্রদেশে শুক্রবার (২৭ আগস্ট) দুর্ঘটনাটি ঘটে বলে পেরুর রেডিও আরপিপি নিশ্চিত করেছেন।
আরপিপি জানিয়েছে, বাসটি ২০০ মিটার (৬৫৬ ফুট) নিচে পড়ে গেছে। পেরুতে যেসব দুর্ঘটনায় বাসগুলি পাহাড়ের ওপর থেকে পড়ে যায় তা পরবর্তিতে খুঁজে পাওয়া যায় না।
উল্লেখ্য, ২০১৮ সালে, রাজধানী লিমার উত্তরের একটি উপকূলীয় মহাসড়কের পাশে একটি পাথুরে সৈকতে একটি পাহাড় থেকে ১০০ মিটার (৪২ ফুট) ভেসে যাওয়ার পর অন্তত ৪৮ জন নিহত হয়েছিলেন। ২০১৭ সালের নভেম্বরে, দক্ষিণ আন্দিজের একটি সেতু থেকে একটি বাস নদীতে পড়ে গিয়ে ২০ জন নিহত হন। ২০১৬ সালের অনুমান অনুসারে, স্থল পরিবহন দুর্ঘটনায় ২৬০০ এরও বেশি মানুষ মারা গেছে।