নুসরাত জাহান তনিমাঃ
মানিকগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ব্যাক্তি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন।
মঙ্গলবার ৩১ আগস্ট রাতে দাশড়া নবজাগরণ ক্লাবের সামনে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি বশির রেজা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট দেওয়ান মতিন, ফিরোজ আলম খান,সুবল সাহা, সৌমিত্র সরকার মনা,মনিরুল ইসলাম মনি, সামিউল আলিম রনি, আল রাফি,পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিবুল ইসলাম ত্রোয়, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা যুব মহিলা লীগ নেত্রী শিরিন আক্তার মুক্তা, সাবানা আক্তার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন জেলা যুবলীগের আহবায়ক কমিটির দলীয় নানা কর্মসূচির পালনের প্রশংসা করেন।অতিতের যে কোন কমিটির চেয়ে সাংগঠনিক অবস্থা অনেক ভালো।