আমার নিউজ ডেক্স,
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সার্ফিং সমুদ্র সৈকতে হাঙ্গর কামড়ানোর পর রোববার (৫ সেপ্টেম্বর) একজন সার্ফার মারা যান। প্যারামেডিক্স পরিষেবা থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। সিডনি থেকে ৫৫০ কিমি (৩৪২ মাইল) উত্তরে এমারাল্ড বিচে এই ঘটনাটি ঘটে।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স তার টুইটার অ্যাকাউন্টে জানায়, প্রত্যক্ষদর্শী, প্যারামেডিক্স এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলির সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও রোগী ঘটনাস্থলে মারা যায়। হাঙরের কামড় তার বাহুতে লেগেছিল বলে ধারণা করা হচ্ছে।
কফস হারবার লাইফগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কফস হারবার থেকে প্রায় ২০ কিমি (১২ মাইল) উত্তরে সমুদ্র সৈকতটি বন্ধ করে দেওয়া হয়েছে। সৈকতের আশেপাশে জনসাধারণকে ভিড় এড়াতে অনুরোধ করা হয়েছে।
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইলের মতে, এ ঘটনা দেশটিতে প্রথম নয়। গত বছর অস্ট্রেলিয়ার উপকূলগুলোতে হাঙরের ২৭টি আক্রমণের ঘটনা ঘটে। এমনতিই অস্ট্রেলিয়ার পূর্ব উপকুলে হাঙরের উপদ্রব রয়েছে। যে কারণে তারা এই সৈকতগুলোতে পর্যটকদের আনাগোনায় নিয়ন্ত্রণ করার কথা প্রশাসনকে জানিয়েছে।