এস এম আকরাম হোসেন ঃ
সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও কোভিড- ১৯ ভ্যাকসিনেশন (২য় ডোজ) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে মানিকগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে সকাল থেকেই টিকাদান কার্যাক্রম হয়।এসময় টিকা নিতে আসা মানুষদের করোনা প্রতিরোধে সচেতন ও সহায়তা করেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগের সেনেটারী ইন্সপেক্টর মীর জসীম উদ্দিন, টিকাদানকারী সংখমিত্রা সাহা, নাছরিন আক্তার,জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সুবল সাহা,সামিউল আলিম রনি,মনিরুল ইসলাম মনি, আল রাফি,মোস্তাফিজুর রহমান বিপুল, খন্দকার সুজন মাহামুদ সহ অন্যান্য যুবলীগের নেতাকর্মীরা।
এসময় জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা বলেন, জেলা যুবলীগ করোনাকালীন সময়ে মানুষকে ত্রান সহায়তা সহ সচেতন করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।