1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

বন‌্যায় মেক্সিকোতে ১৭ রোগীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন করোনা রোগীও ছিলেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেক্সিকোর কর্মকর্তারা বলছেন, প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে নদীর পানি হিদালগো প্রদেশের তুলা শহরের একটি হাসপাতালে ঢুকে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারীরা প্রায় ৪০ জন রোগীকে সরিয়ে নিয়েছে। এদিকে, রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গেছে।
ওমর ফায়াদ পরে টুইট করেন যে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন। তিনি আরও বলেন, রাজ্য কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা করবে।

রাজ্য জুড়ে ৩০ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury