এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।এতে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
মঙ্গলবার সকালে জেলা শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নীনা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জীর সঞ্চালনায় কর্মীসভায় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সহ-সভাপতি আজিজা খানম কেয়া, শিরীন নাঈম পুনম ও কহিনুর বেগম, যুগ্ম সম্পাদক শিরীন রোখসানা ও কামরুন্নেছা মান্নান, সাংগঠনিক সম্পাদক সোহেলী পারভীন রানু, এসেকে আনার কলি পুতুল, ইসমত আরা হ্যাপি ও সুরাইয়া বেগম ইভা, নির্বাহী সদস্য সাকিনা পারুল ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী শিরিন সুলতানা লিটু, যুগ্ম সাধারন সম্পাদক মোর্শেদা শাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক কাজী লুৎফর নাহার শিউলী, শিবালয় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার, সাধারন সম্পাদক রৌশনারা বেগম, ঘিওর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাহিদা আক্তার, দৌলতপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তানিয়া মাহমুদ, হরিরামপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক মিদুলা রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার চায়না, সিংগাইর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সালমা আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোখিনা জেবা,জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারন সম্পাদক ও জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শিরিন আক্তার মুক্তা, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ফরিদা আহম্মেদ কণাসহ মহিলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীরা বলেন দীর্ঘ দিন ধরে জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন হচ্ছে না। এতে করে নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব সৃস্টি হচ্ছে না।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলকে শক্তিশালী করতে হলে নারীদের আরো এগিয়ে আসতে হবে। আগামী নভেম্বরের মধ্যে জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলন করার করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।