বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের চেন্নাই। পানিতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে জানানো হয়েছে, নুঙ্গামবাক্কামে ২১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে, ট্রেন ও সড়ক পথে যোগাযোগ ব্যহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দমকল বাহিনী, নাগরিক সংস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সমন্বয় করে কাজ করছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলি চিহ্নিত করে সেখানে কাজ করা হচ্ছে।
এদিকে, আজ সকালে পুন্দি জলাধার থেকে তিন হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, তামিলনাড়ুর কুড্ডালোর, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনাম, তিরুভারুর, থাঞ্জাভুর এবং পুদুক্কোট্টাই জেলা এবং কারাইকাল এলাকার বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কৃষ্ণগিরি, ধর্মপুরি, সালেম, নামাক্কাল, রামানাথপুরম, ইয়ুপুরিপুরম জেলায় বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।