1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে সহিংসতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বেলারুশে আটকে পড়া অভিবাসন প্রত্যাশীরা বুধবার রাতে পোল্যান্ডের সীমান্তরক্ষীদের লক্ষ্য করে পাথর ও গাছের ডাল ছুড়ে মেরেছে। একইসঙ্গে তারা সীমান্তের একটি অংশের কাঁটাতারের বেড়া ভাঙ্গার চেষ্টা করেছে। বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বেলারুশ সীমান্তে গত কয়েক দিন ধরে তীব্র শীতের মধ্যে শত শত অভিবাসনপ্রত্যাশী খোলা আকাশের নিচে অবস্থান করছে। তীব্র শীতে ইতোমধ্যে কয়েক জন অভিবাসন প্রত্যাশী মারা গেছে। তারা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চায়। বুধবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক করে দিয়ে বলেছে, ইইউ সীমান্তে যাওয়ার জন্য বেলারুশে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,যাদেরকে ব্যবহার করে হাইব্রিড যুদ্ধের চেষ্টা করছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এ কারণে তারা বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে লিথুনিয়া, লাটভিয়া ও ইস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা বলেছেন, তারা সঙ্কটটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক হিসাবে দেখছেন এবং বেলারুশ সরকার পরিচালিত হাইব্রিড আক্রমণ বাড়ানোর নিন্দা জানাচ্ছেন, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। বড় বড় দল করে মানুষদের জড়ো করা হচ্ছে এবং তাদেরকে সীমান্ত এলাকায় পরিবহন করা হচ্ছে, সেখানে তাদেরকে জোর করে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে বাধ্য করা হচ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury