কানাডার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে বন্যা হয়েছে। এছাড়া ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই অঞ্চল। দেশটির পুলিশ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বুধবার (১৭ নভেম্বর) দ্য গার্ডিয়ান জানায়, এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে ভূমিধসের মধ্যে পড়ে বিলীন হয়ে গেছে একটি গাড়ি। ওই গাড়ির নারী চালক নিখোঁজ রয়েছেন।
এদিকে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশটির ব্যস্ততম বন্দর ভ্যানকুবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্দরে প্রতিদিন ৪৪ কোটি ডলারের পণ্য আমদানি-রপ্তানি হয়।
ভ্যাঙ্কুভার বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ রেখেছে। স্থানীয় সময় সোমবার বন্যাকবলিত ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে হেলিকপ্টারযোগে আটকাপড়া তিনশ মানুষকে উদ্ধার করা হয়েছে। এর আগে নিম্নাঞ্চল থেকে সরানো হয় ৭ হাজারের বেশি অধিবাসীকে।