1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জের ঘিওরে ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টুটুল ও তাঁর সমর্থকদের ওপর হামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৯২৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :

মানিকগঞ্জের ঘিওর ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: অহিদুল ইসলাম টুটুল ও তাঁর সমর্থকদের ওপর দুই দফায় হামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে ঘিওর উপজেলা সদরের ভাটোরাকান্দি এলাকায় লিফলেট বিতরণকালে নৌকা প্রতীকের প্রার্থী হামিদুর রহমান আলাই’র স্বজন ও সমর্থকেরা এই হামলা করে। আধা ঘন্টা সময়ের ব্যবধানে দুই দফা হামলায়, ওই প্রার্থীসহ আহত হয়েছেন ছয়জন। ভাংচুর করা হয়েছে তাদের পাঁচটি মোটরসাইকেল, ছিনিয়ে নেওয়া হয়েছে দুটি স্মার্ট ফোন।

 

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো: অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘ শুক্রবার বিকেলে আমি পাঁচটি মোটর সাইকেলযোগে আমার নির্বাচনী প্রতীক ’আনারস’র পক্ষে ভোট চাইতে এলাকায় লিফলেট বিতরণ করতে বের হই। এছাড়া, বেশ কিছু এলাকায় আমার পক্ষে আমার সমর্থকেরা মোটর সাইকেলযোগে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রচারে বের হয়। বিকেল পাঁচটার দিকে ভাটোরাকান্দি এলাকায় গিয়ে সেখানকার নারী-পুরুষদের কাছে ভোট প্রার্থণা করার সময় আমার এবং আমার সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালায় নৌকা প্রতীকের প্রার্থীর চাচাতো ভাই জয়, ভিপি সামসুল আলম খান, উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সজীব মীর, উজ্জ্বল বেপারী, শামীম, কাইউমসহ শতাধিক ব্যক্তি। লাঠি, চাপাতি ও আগ্নেয়াস্ত্রসহ হামলায় আমিসহ আমার অনেক সমর্থক আহত হয়েছেন। আমার  মোটরসাইকেল  চালক বাদলকে মারধর করে, মোটরসাইকেলটি ভাংচুর করে এবং ওর নিকট থেকে দামী স্মার্ট ফোনটি নিয়ে যায়। এছাড়া আরও চারটি মোটরসাইকেল ভাংচুর করে।  এর আধাঘন্টা পর, ভাটোরাকান্দি এলাকা  থেকে এক কিলোমিটার দুরে, কালাচানপুর ও রাধাকান্তপুর এলাকায় লিফলেট বিতরণশেষে দুই মোটর সাইকেলযোগে শিমুলিয়ার দিকে যাওয়ার পথে চারজনকে থামিয়ে মারধর করেছে। এই দুইদফায় হামলায় আমিসহ মারাত্নকভাবে আহত ছয়জন মানিকগঞ্জ জেরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি।’

 

তিনি আরও বলেন,  ‘আমি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্ররা্থীদের পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। নির্বাচিত হওয়ার পর, এলাকার সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। এবারও আমি আওয়ামীলীগের কাছে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। গতবারের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীকে এবারও মনোনয়ন দেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষের চাপের মুখে পড়ে এবারও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা দুজন ছাড়া এখানে অন্য কোন প্রার্থী নেই। আমার বিজয়ের সম্ভাবনাকে থামিয়ে দিতেই নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন আমার ও আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। এ ব্যাপারে আমি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের  সহায়তা চাই।’

 

ঘিওর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘আমি হামলার কথা শোনার পর সাথে সাথে ওই এলাকায় যাই। হামলাকারীদের ওপর পাল্টা হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। নতুন করে কোন হামলা, কিংবা পাল্টা যাতে না হয়, সেব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছি। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিুবর রহমান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের পাশাপাশি মাঠে থাকবেন র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এর আগে বা পরে কোন ধরণের ঘটনা ঘটলে, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশণা দেওয়া হয়েছে। আশাকারি, আগামী ২৬ ডিসেম্বর, চতুর্থ ধাপের এই নির্বাচেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়ন এবং ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury