আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে ১০ বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় কোনো মার্কিন সেনাকে দোষী সাব্যস্ত করা হবে না। মার্কিন নথির বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এর কয়েক দিন পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৭০ বেসামরিক নাগরিক ও ১৩ মার্কিন সেনা নিহত হয়।
২৯ আগস্ট স্থানীয় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট খোরাসানের সদস্য ভেবে দাতব্য সংস্থার কর্মী জামারি আহমাদির গাড়ি লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা চালানো হয়। এতে জামারিসহ তার পরিবারের ১০ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে সাত জনই ছিল শিশু। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি পরে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ভুল’ বলে দায় এড়িয়ে যান।
পরে উচ্চপর্যায়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু কোন আইন ভঙ্গ করা হয়নি তাই শাস্তিমূলক পদক্ষেপের প্রয়োজন নেই এবং অসদাচরণ বা অবহেলার কোন প্রমাণ পাওয়া যায়নি।
সোমবার এই প্রতিবেদনের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এললয়েড অস্টিন।