1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ভাড়ারিয়ায় অর্থলোভীরা ফসলাদি জমির মাটি বিক্রি করায় হুমকীর মুখে স্থানীয় এলাকাবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউরিয়নের দক্ষিন চৈল্যা গ্রামের কয়েকজন অর্থলোভী মানুষ ফসলাদি জমির মাটি বিক্রি করছে। গত ২৭ ডিসেম্বর ফসলাদি জমির মাটি কাটার বন্ধ চেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৩২ জনের একটি লিখিত আবেদন করেছেন ঐ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ।
স্থানীয় এলাকাবাসী জানান, এই এলাকার একশ্রেণীর অর্থলোভী কয়েকজন মানুষ ফসলাদি জমির মাটি বিক্রি করছে।যার ফলে ফসলদি জমি হুমকির মুখে। মাটি বিক্রি জমির পার্শ্ববর্তী কিছু বসতঘর ভেঙ্গে যাওয়ার আশংকা অনেক বেশি। এভাবে মাটি বিক্রি করলে আমাদের বাড়িঘর নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। যদি মাটিকাটা বন্ধ না করা হয় তাহলে আমাদের বসতবাড়ি ভেঙ্গে গেলে ঘর তুলে বসবাস করার মতো যায়গা থাকবে না।তাই মাটিকাটা বন্ধ করে আমাদের ঘরবাড়ি ও ফসলী জমি রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান।বর্তমানে এলাকাবাসীর প্রতিবাদে মাটি কাটা বন্ধ রেখেছে। তবে তারা এখনও ফসলি জমির মাটি কাটার ষড়যন্ত্র করে আসছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury